বাংলা৭১নিউজ, বি এম হান্নান, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদপুরের হাইমচর চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটস-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষন দেবেন।
রোববার (১এপ্রিল) সকাল ১১টায় ২মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি হাইমচর কলেজ মাঠে অবতরণ করে। সেখান থেকে তিনি গাড়িতে করে মেঘনা নদীর পাড় চরভাঙ্গায় বেলা ১১টা ১২মিনিটে বাংলাদেশ স্কাউটস-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকায় যোগ দেন।
কমডেকায় সারা দেশ থেকে ৬ হাজার ৪শ’ ৬০ জন, ভারত, নেপাল ও আমেরিকা থেকে ২৫ জন স্কাউট, রোভার স্কাউট সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করছে। এর মধ্যে সবচে’ বেশি অংশ নিয়েছে চাঁদপুর জেলা থেকে।
দুপুর পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত জোহরের নামাজ এবং মধ্যাহ্ন বিরতির সময় তিনি চাঁদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন।
এ সফরে তিনি চাঁদপুরবাসীর জন্য ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত সভাস্থলের পাশে বসানো ডিসপ্লে বোর্ডে একযোগে ৪৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় তিনি চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা । প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে চাঁদপুরে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত করার লক্ষ্য নিয়েছে জেলা আওয়ামী লীগ।
বাংলা৭১নিউজ/জেএস