চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আহত সিএনজিচালকেরও মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো। আহত আছেন আরও একজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে সিএনজিচালক মনির হোসেনের (৩৫) মৃত্যু হয়। এর আগে সকালে হাজীগঞ্জ কচুয়া গৌরীপুর আঞ্চলিক সড়কের কড়ইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা কলেজ ছাত্র সাদ্দাম হোসেন ও রিফাত নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় অপর ৩ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী উর্মি মজুমদার মারা যান। আহত ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহীউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/বিএফ