বাংলা৭১নিউজ, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সর্বস্তরের মানুষের মধ্যে প্রানের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। প্রতিটি কর্মসূচি বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। সকালে চাঁদপুর স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতে সমবেত সুরে জাতীয় সংগীত পরিবেশন করেন সবাই। পরে শান্তির প্রতীক পায়রা মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান মনোজ্ঞ নৃত্য, গান ও ডিসপ্লে প্রদর্শন করে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধার ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে সুর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহার, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, জেলা সিভিল সার্জন, ডা. সফিকুল ইসলাম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, সাবেক সভাপতি ডা. হারুন অর রশিদ সাগর, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ বিভিন্নস্তরের সাধারণ মানুষ।
বাংলা৭১নিউজ/জেএস