চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী মরিয়ম বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মহিন উদ্দিন রাসেলকে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হান্নান। এই মামলায় অভিযুক্ত অপর ৪ আসামিকে আদালত খালাস দিয়েছে।
মামলার এজাহারে নিহত মরিয়মের বাবা হাজী নেয়ামত উল্লা মিজি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী মহিন উদ্দিন তার স্ত্রীকে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করতো। মহিন বিদেশে যাওয়ার কথা বলে ১ লাখ টাকা যৌতুক দাবি করে।
তার দাবির প্রেক্ষিতে ও মেয়ের সুখের কথা চিন্তা করে বাবা নেয়ামত উল্লাহ ১ লাখ টাকা ও ৩টি গাভী যৌতুক হিসেবে তাকে প্রদান করে। তবে সে প্রবাসে না গিয়ে আরো যৌতুকের জন্য মরিয়মের উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে।
পরে ২০১৭ সালের ২ নভেম্বর রাতে যৌতুকের টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রী মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে দীর্ঘ তদন্ত ও ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীর উপস্থিতিতে এই রায় দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ছিলেন এডভোকেট শামসুল ইসলাম মন্টু।
বাংলা৭১নিউজ/এসএবি