বাংলা৭১নিউজ, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে দোকান কর্মচারী মাসুদ রানাকে (২৭) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ জনাকীর্ণ আদালতে বুধবার এ আদেশ দেন। একইসঙ্গে ঘটনার শিকার পরিবারকে নগদ এক লাখ টাকা প্রদানের আদেশ দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো- মতলব উত্তর উপজেলার শাহবাজকান্দি এলাকার শাহজাহান শিকদারের ছেলে সুফিয়ান আহমেদ ওরফে শিবির (২২), একই উপজেলার দক্ষিণ ফতেপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ওরফে সুজন (২৩) এবং একই এলাকার মো. মোশারফ সরদারের ছেলে মো. শরীফ সরদার (১৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুদ রানা মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামে নিজ এলাকায় কসমেটিকস ও মোবাইল ফোনের ব্যবসা করতো। তার দোকানে শরীফ সরদার নামের এক যুবক একটি স্বর্ণের চেইন জমা রেখে দুই হাজার টাকা ধার নেয়। এ সময় মাসুদ দেড় হাজার টাকা শরীফকে দেয় এবং পরবর্তীতে আরো ৫শ’ টাকা দিবে বলে জানায়। কিন্তু চেইনটি স্বর্ণের না হওয়ায় শরীফের কাছ থেকে মাসুদ রানা টাকা ফেরত চায়।
এই নিয়ে তালবাহানার এক পর্যায়ে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে মাসুদ রানাকে টাকা ফেরত দেয়ার আশ^াস দেয় শরীফ। পরদিন ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ ফতেপুর গ্রামে আরশাদ বেপারী বাড়ির পুকুরের পশ্চিম পাড় থেকে মাসুদ রানার লাশ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় নিহত মাসুদ রানার ভাই ফারুক ব্যাপারী (৩৫) থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার এসআই খন্দকার মো. ইব্রাহিম ওইবছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার এই রায় প্রদান করেন।
বাংলা৭১নিউজ/জেএস