বাংলা৭১নিউজ,চাঁদপুর : চাঁদপুর জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে তেলবাহী একটি ট্যাঙ্ক লরি বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল জানিয়েছেন, বিস্ফোরণের ফলে আশপাশের কয়েকটি বাড়িতেও এরপর আগুন ছড়িয়ে পড়ে।
তিনি জানিয়েছেন রাত সাড়ে বারোটার দিকে চাঁদপুর জেলা শহরের একটু বাইরে বঙ্গবন্ধু সড়কে একটি তেলের দোকানে ঐ তেলবাহী ট্যাঙ্ক লরিটি থেকে তেল লোড করা হচ্ছিল।
সেসময় লরিটিতে কোনোভাবে আগুন লেগে যায়। এরপর সেটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে দোকানের মালিক এবং ছেলেসহ কয়েকজন তাৎক্ষণিকভাবে অগ্নিদগ্ধ হন।
আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে আরো কয়েকজন অগ্নিদগ্ধ হন।
চাঁদপুরের জেলা প্রশাসক আরো জানিয়েছেন, আশংকাজনক ছয়জনকে চাঁদপুর জেনারেল হাসপাতাল এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন দুইজন। যাদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী।
এছাড়াও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কয়েকজন।
কী কারণে তেলবাহী ট্যাঙ্ক লরিতে বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি।
তবে ঘটনাস্থলে কর্মরত দমকল বাহিনীর কর্মকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।
সূত্র: বিবিসি বাংলা
বাংলা৭১নিউজ/সিএইস