বাংলা৭১নিউজ, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী পদত্যাগ করেছেন। তার পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পায়। এর আগে গত বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান বলে তিনি নিশ্চিত করেছেন।
মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী শাহরাস্তি উপজেলা বিএনপি’র দীর্ঘদিন সভাপতি ছিলেন। গত ২৩ মার্চ ২০১৪ অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির মজুমদারকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তার মুঠো ফোনে (০১৭২০০০৯২৪৮) যোগাযোগ করলে তিনি জানান, আমি শারীরিক অসুস্থ্যতার কারণে সরকারী কাজ সঠিকভাবে করতে পারছিনা তাই পদত্যাগ করেছি। কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ বা অনুযোগ নেই।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবউল্যাহ মারুফ মুঠোফোনে বলেন, উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করেছে বলে আমি শুনেছি। তবে আমি কোন পদত্যাগপত্র পাইনি।
বাংলা৭১নিউজ/জেএস