বাংলা৭১নিউজ,ঢাকা: চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) আগামী ২৯ মার্চ ভোটের দিন রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া একইদিনে (২৯ মার্চ) বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।
রোববার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ওইদিন সকাল ৯টা থেকে বিরতিহীন বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তফসিল অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ এবং ৯ মার্চ প্রতীক বরাদ্দ। আর ২৯ মার্চ একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/এমকে