বাংলা৭১নিউজ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত সিএনজি চালিত একটি অটোরিকশার ওপর ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালনের তার ছিড়ে পড়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই পরিবারের এক শিশু ও এক নারী।
আজ শুক্রবার দুপুরে নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কে উপজেলার মৌকরা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০), তাঁর ছেলে মাওলানা আবু বায়েজিদ (৩০), বায়েজিদের ছোট বোন ফাহিমা আক্তার (১৮) এবং সিএনজি অটোরিকশার চালক একই গ্রামের আবদুর রহিমের ছেলে মো.সারোয়ার হোসেন (৩৫)।
আহতরা হলেন মাওলানা আবু বায়েজিদের স্ত্রী মরিয়ম আক্তার (২২) এবং দুই বছর বয়সী শিশু আবদুল আফসার আলামিন।
নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা আবু তাহের তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কোনো এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী সিএনজিটি উপজেলার মৌকরা ইউনিয়নের বাগমারা গ্রাম অতিক্রমকালে ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালনের একটি তার ছিড়ে চলন্ত সিএনজির ওপর পড়ে।
আশ্রাফুল ইসলাম আরো বলেন, মুহূর্তেই সিএনজিটিতে আগুন ধরে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান চারজন। আর মাওলানা বায়েজিদের স্ত্রী তাঁর শিশু সন্তানকে নিয়ে লাফ দিয়ে পড়ায় প্রাণে রক্ষা পান। আমরা ঘটনাটি তদন্ত করছি। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস