জামালপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার (৩২) নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সানোয়ার হায়দার সরিষাবাড়ী উপজেলা এলজিইডির বন্যা প্রকল্পের কার্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নয়াটোলা জমিলা লেন এলাকার আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ভূঞাপুরগামী ৩৭ নম্বর ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী রেলস্টেশনে প্রবেশের সময় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন সানোয়ার হায়দার। মুহূর্তেই সানোয়ার হোসেনের দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনা জানাজানি হলে উপজেলার এলজিইডি কর্মকর্তারা নিহত সানোয়ারের মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।
উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, অফিসের কার্য সহকারী সানোয়ার হায়দার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। শুনেছি কয়েকদিন আগে দাম্পত্য কলহের কারণে তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। তার পরিবারের কাছে সংবাদ দেওয়া হয়েছে। সানোয়ার গত দুই বছর থেকে উপজেলা বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে এখানে কর্মরত ছিলেন।
জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে সানোয়ার নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে তার পরিবারকে জানানো হয়েছে। কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ