বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড

চলতি বছর বাজারে ছয় ফ্ল্যাগশিপ ফোন

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রায় সব প্রতিষ্ঠানের জন্যই চলতি বছরটি ছিলো বেশ চ্যালেঞ্জের। বিশেষ করে স্মার্টফোনের মতো তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে হতে হয়েছে বেশ কৌশলি। কেননা, এ বছর স্মার্টফোনের চাহিদা বাড়লেও কমেছে মানুষের আর্থ-সামাজিক জীবনব্যবস্থার মান। তাই একদিকে গ্রাহকের চাহিদা পূরণ ও ব্রান্ডের মান বজায় রাখার পাশাপাশি, গ্রাহকের ক্রয়ক্ষমতাও মাথায় রাখতে হয়েছে কোম্পানিগুলোকে।

এমন প্রেক্ষাপটে এ বছর দেশের বাজারে ফ্ল্যাগশিপ ফোনও এসেছে হাতে গোনা মাত্র কয়েকটি। সাধারণত, ফ্ল্যাগশিপ ফোনগুলো হয় যেকোনো প্রতিষ্ঠানের ওই নির্দিষ্ট সিরিজের সেরা স্পেসিফিকেশনের ফোন। এসব ফোনের দামও হয় ফ্ল্যাগশিপ রেঞ্জের।
এ বছর দেশের বাজারে আসা ছয় ফ্ল্যাগশিপ ফোনের বৈশিষ্ট্য তুলে ধরা হলো। 

স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা:  ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা দেশের বাজারে এসেছে চলতি বছরের জুলাই মাসে। স্মার্টফোনটিতে ১০৮ এমপির প্রাইমারি ক্যামেরা যুক্ত করেছে স্যামসাং। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রাতে রয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা এর দাম এক লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা। 
ভিভো ভি২০: চলতি বছর বাজারে আসা ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটি এনেছে ভিভো। স্মার্টফোনটির মডেল ভিভো ভি২০। মূল্য ৩২ হাজার ৯৯০ টাকা। ইতোমধ্যেই ক্যামেরার জন্য বাজারে বেশ পরিচিত হয়ে উঠেছে ভিভোর ভি২০। ভিভোর ভি২০ ফোনটিতে ৪৪ এমপির আই অটোফোকাস সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। এছাড়াও স্মার্টফোনটির ডুয়েল ভিডিও ক্যামেরা করোনার এই সময়ে বেশ সাড়া ফেলেছে। ভিভো ভি২০তে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবির রম। 

অ্যাপল আইফোন১১ প্রো ম্যাক্স: ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের অ্যাপল আইফোন১১ প্রো ম্যাক্স এর মূল্য ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটিতে ১২ এমপি করে তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। পানি বা ধূলোতে এই ফোনের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। 

শাওমি মি ১০প্রো: ৯৪ হাজার ৫০০ টাকা মূল্যের শাওমি মি ১০প্রোতে রয়েছে ৮ জিবির রম ও ২৫৬ জিবির রম। স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা এর মতো শাওমি মি ১০প্রে তেও যুক্ত করা হয়েছে ১০৮ এমপির প্রাইমারি ক্যামেরা। তবে এই স্মার্টফোনটির ব্যাটারি ৪৫০০ এমএএইচ এর।
 
ওয়ানপ্লাস ৮ প্রো:  এই ফোনের পেছনে চারটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। সেলফি ক্যামেরাটি ১৬ এমপির। ওয়ানপ্লাস ৮ প্রো ২৩ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবির রম। চার হাজার ৩০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোনটির মূল্য ৯৪ হাজার ৯৯০ টাকা।
 
অপো ফাইন্ড এক্স ২: অপো ফাইন্ড এক্স ২ দেশের বাজারে এসেছে চলতি বছরের মার্চে। এই স্মার্টফোনে রয়েছে ১২ জিবির র‌্যাম ও ২৫৬ জিবির রম। ৪২০০ এমএএইচ ব্যাটারির সাথে স্মার্টফোনটিতে আছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।  অপো ফাইন্ড এক্স২ এর মূল্য এক লাখ ১৫ হাজার টাকা। 

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com