মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চর কেটে মাটি বাণিজ্য, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর চর কেটে মাটি বিক্রি করায় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সোমবার সকালের দিকে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আছাদুল হক বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত শহিদুল ইসলাম উপজেলার বৈশাখী গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে। তিনি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি পত্রিকায় ধুনটে চর কেটে আওয়ামী লীগ নেতার মাটি বাণিজ্য শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। প্রকাশিত প্রতিবেদন দেখে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, যমুনার পানি কমে গিয়ে নদীর পশ্চিম পাশের বিভিন্ন স্থানে চর জেগে উঠেছে। তীর ও চর কেটে মাটি উত্তোলন করছেন শহিদুল ইসলাম। তিনি মাটি কেটে বিক্রি করছেন বিভিন্ন ধরনের প্রকল্প, ইটভাটা আর বসতভিটার জন্য। কোথাও এসকাভেটর দিয়ে, কোথাও শ্রমিক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক মাটি বিক্রি করা হচ্ছে। যত্রতত্র ও ইচ্ছামতো মাটি কাটার ফলে আগামী বর্ষা মৌসুমে অনেক স্থানে নদী ভাঙনের ঝুঁকি থাকছে। এ ছাড়া প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকাটিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আছাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে যমুনার চর থেকে মাটি কেটে বিক্রি করছেন শহিদুল ইসলাম। ফলে তীর সংরক্ষণ প্রকল্পসহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ হুমকির মুখে পড়েছে। তাকে মাটি কাটা বন্ধ করার জন্য বার বার নিষেধ করার পরও মাটি কেটে বিক্রি করছেন। ফলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, যমুনা নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করায় বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ\আরপি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com