বাংলা৭১নিউজ,কক্সবাজার: কক্সবাজারে স্থাপিত অত্যাধুনিক ‘ডপলার রাডার’ স্টেশনটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চলতি বর্ষা মৌসুমে ভারি বর্ষণে যেকোনো সময় পাহাড় ধসে রাডারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশংকা রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে রক্ষা প্রাচীর নির্মাণের দাবি স্থানীয়দের।
অবশ্য গণপূর্ত বিভাগ বলছে, শিগগিরই এ কাজ শুরু করা হবে।
২০০৭ সালে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজের পাহাড়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক ‘ডপলার রাডার’ স্টেশন। ২০১৫ সালের ২৭ জুলাই ভারি বর্ষণে ধসে পড়ে রাডার স্টেশনের পশ্চিম পাশের পাহাড়ের একাংশ।
এ সময় মাটি চাপা পড়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৫ জনের মৃত্যু হয়। ধসে পড়া পাহাড়ের উপরের ক্ষতিগ্রস্ত অংশ এখনও খাড়া খাদ হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরও এখনও পর্যন্ত স্টেশনটি রক্ষায় কাজ শুরু করেনি কর্তৃপক্ষ। চলতি বর্ষা মৌসুমে যেকোনো সময় ফের পাহাড় ধসে রাডারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশংকা করছেন তারা।
গুরুত্বপূর্ণ এ রাডারটিকে ধস থেকে রক্ষায় প্রাচীর নির্মাণ একান্ত প্রয়োজন বলে জানালেন কক্সবাজার রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন মিয়া জানালেন, শিগগিরই রাডারটি রক্ষায় প্রাচীরের নির্মাণ কাজ শুরু করা হবে।
জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তায় ১শ’ ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাডারটি দেশের আবহাওয়ার অবস্থান, পূর্বাভাস দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক আবহাওয়ার আগাম সতর্কতা প্রদানে সক্ষম।
বাংলা৭১নিউজ/এসএইস