বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে সোমবার সকাল ১১ টায় নিপাহ ভাইরাস প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মশালার আয়োজন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী। উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, ইউএনও কামরুন নাহার, সহকারী সিভিল সার্জন ডাঃ আবজাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মমালার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ।
কর্মশালায় ভিডিও পাঠ উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রক চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান। অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল করিম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও উপজেলা ইপিআই প্রধান কামরুল হাসান প্রমূখ। কর্মশালায় নিপাহ ভাইরাস প্রতিরোধ কার্যাবলির উপর বিশদ আলোচনার পর বাদুল পাখির ছোয়াঁ থেকে মুক্ত থাকার কৌশল খোজা হয়।
বাংলা৭১নিউজ/জেএস