রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে মামলা ৮৩৮, জরিমানা ৩৮ লাখ আমাদের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই: ইসি সংস্কার প্রধান ফেনীর সাবেক এমপি হাজী রহিম উল্লাহ ধানমন্ডি থেকে গ্রেপ্তার ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা ‘উৎসব অন্ধকার থেকে আলোকের উদ্ভাসন’ ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনা নৌ জাহাজ আপনারা না পারলে দায়িত্ব আমাদের দেন: সারজিস আলম ভারী বৃষ্টির পর মক্কায় আকস্মিক বন্যা বিএনপি নেতা হারিছ চৌধুরীর দেহাবশেষ তুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ নেত্রকোনায় বন্যায় সড়কে ক্ষতি ২০০ কোটি টাকা রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়েছে : উপদেষ্টা সাখাওয়াত পরকীয়া প্রেমিককে বিয়ে, ৬ বছর পর ফিরে আসায় প্রথম স্বামীকে খুন! সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দিয়েছে সরকার : নুর প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে যা বললেন জ্বালানি উপদেষ্টা জড়িতদের বিচার দাবিতে তাঁতীবাজারে সড়ক অবরোধ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরালো করার বার্তা যুক্তরাষ্ট্রের গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৯

চরফ্যাশনে দুই ইউপিতে নৌকার হার, বিদ্রোহীদের জয়

ভোলা প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩০ বার পড়া হয়েছে

সীমানা জটিলতার কারণে দীর্ঘ এক যুগ পর ভোলার চরফ্যাশনের আছলামপুর এবং ওমরপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ। এ নির্বাচনে আছলামপুর ইউনিয়নে নৌকাকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মো. আবুল কাশেম মিলিটারি। অন্যদিকে, ওমরপুর ইউনিয়নে নৌকাকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র (বিদ্রাহী) প্রার্থী এ. কে. এম সিরাজুল ইসলাম।  

সোমবার (২৮ নভেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বেসরকারিভাবে এদেরকে বিজয়ী ঘোষণা করেন।

প্রাথমিক বেসরকারি ফলাফলে জানা যায়, আছলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আলহাজ কর্পোরাল (অব.) আবুল কাশেম ৪ হাজার ৫০টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরে আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৭৭টি ভোট ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৫টি ভোট।

ওমরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে এ. কে. এম সিরাজুল ইসলাম ৫ হাজার ৫৯টি ভোট পেয়ে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৮০টি ভোট, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী গোলাম মোরশেদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯০টি ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. জাফর উল্লাহ খাঁন মোটরাসাইকেল প্রতীকে পেয়েছেন ১০৬টি ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. পারভেজ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০টি ভোট। নির্বাচনে ভোট পড়েছে ৬৫ থেকে ৭০ শতাংশ।

এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন, সাধারণ সদস্য পদে ৭৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুই ইউপিতে ভোটার সংখ্যা ২৬ হাজার ৭০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৯৮ জন এবং নারী ভোটার ১২ হাজার ৪০৮ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com