বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হজরত শাহসুফী সৈয়ত আবুল ফজল সুলতান আহম্মদ মোজাদ্দেদী (রহঃ) শাহ্ চন্দ্রপুরী এর ৩৪তম বেছালত (ওফাৎ ) দিবস আগামী বুধবার দরবার শরীফে যথাযোগ্য মার্যাদায় পালিত হবে।
বেছালত দিবস পালন উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর পীরের পবিত্র রওজা শরীফ জিয়ারত করে পবিত্র কোরআন তেলোয়াত ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। সারা দিনরাত ধর্মীয় ভাবগাম্ভীরজতায় দফায় দফায় কোরআন তেলায়াত জিকির আশকার মিলাদ মহফিল ও পীরের তরিকত নসিয়ত উপস্থিত মুরিদানদের মাঝে প্রদান করা হবে।
বুধবার বাদ ফজর পীরের রওজা জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করে ও বিশ্বের মুযসলিম উম্মার ঐক্য, সুখ-শান্তি উত্তর উত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন গদিনাশীন পীর শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী আল্ ওয়সী। বেসালত দিবস পালন উপলক্ষে দেশের জেলা-উপজেলা ও বিভিন্ন স্থান থেকে জাকেরান-আসেকান বাস, ট্রাক, লঞ্চ, ট্রলারে কাফেলা যোগে গত শনিবার থেকে দরবার শরীফে আসতে শুরু করেছে। উল্লেখ্য ১৯৭৪ সালের ২৮ মার্চ দিবাগত রাতে শাহ্ চন্দ্রপুরী (রহঃ) মুরিদানদের কাঁদিয়ে বিছালাতে (ওফাৎ) যান।
বাংলা৭১নিউজ/জেএস