সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হামাসের হামলার জবাবে রাফায় ইসরায়েলের হামলা, নিহত ১৯ আগামী সাত দিন হতে পারে ‘বৃষ্টির সপ্তাহ’ রাজধানীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ ব্রাজিলে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫, নিখোঁজ শতাধিক টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী

চন্দ্রদ্বীপ-কাছিপাড়ার গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৫৮৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার জোয়র-ভাটার চন্দ্রদ্বীপ ও কাছিপাড়া ইউনিয়নে ১৫২ গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর। আশ্রয়ণ-২ এর প্রকল্প পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ১০২ ও কাছিপাড়া ইউনিয়নে ৫০ গৃহহীন পরিবারের নামে ১ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে গৃহহীন পরিবারের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হবে।

সরেজমিনে ঘুরে জানা যায়, বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর চরবেষ্টিত নবগঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন। এখানে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষের বসবাস। শীত মৌসুমে ইউনিয়নটি প্রানবন্ত থাকলেও প্রতি বর্ষা মৌসুমে চরবাসিরা ঝড় ও জলোচ্ছাসের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। ৯০ দশকে এলজিইডির অর্থায়নে ওই ইউনিয়নের  দিয়ারাকচুয়া, রায়সাহেব ও মিয়াজান এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হলেও ২০০৭ সালের সিডরসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগে তা লন্ডভন্ড হয়ে যায়। ওই সমস্ত চর এখন জোয়ার-ভাটায় দৃশ্যমান গ্রাম। পানিবাহিত রোগ চরবাসীর নিত্যসঙ্গী। প্রতিবছর প্রাকৃতিক দূর্যোগে মৎস্য ও প্রাণি সম্পদ এবং ফসল হারিয়ে চরবাসী নি:স্ব হয়ে পড়ে। এখানকার বিপর্যস্ত চরবাসীরা প্রতিবছর ১২ থেকে ১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির দারিদ্রতার কাষাঘাতে জর্জরিত। অনেকেই জোয়ার-ভাটার ইউনিয়ন বলে চন্দ্রদ্বীপকে। এছাড়াও উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন পরিবারও আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পাচ্ছেন।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা বলেন, “বাউফল উপজেলায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের শতকরা ৯০ ভাগ বসবাসকারি মানুষ ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে। এজন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রাধানমন্ত্রীকে অভিনন্দন জানাই”।

বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, “কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভেড়িবাঁধহীন গ্রাম চর রায়সাহেব, মিয়াজান, নিমদি, ব্যারেট, কচুয়া, কিচমতপাঁচখেজুড়িয়া, ধানদী আলগী, আয়নাবাজ কালাইয়া, দিয়ারা কচুয়ারমতো নিচু এলাকায় বসবাস করা জোয়ার-ভাটায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রধানমন্ত্রীর ঘোষিত এসব ঘর পাচ্ছেন।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, “উন্নয়নের গণতন্ত্র প্রতিষ্ঠায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় উপজেলায় ১৫২ গৃহহীনরা পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘর এবং পরিবারসমূহকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান ও ঋণ দিয়ে স্বাবলম্বী করছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com