রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট’ বিপ্লব বড়ুয়া-নদভীসহ ১৯৮ জনের নামে মামলা চিকিৎসকদের একফোঁটা রক্ত ঝরলেই স্বাস্থ্যসেবা বন্ধের হুমকি আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে যা বললেন প্রক্টর ‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা টোলপ্লাজায় দুর্ঘটনা: সেই বাসের মালিক গ্রেফতার ৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না : ভোক্তার ডিজি ফখরুলের সঙ্গে আব্দুস সালাম পিন্টুর সাক্ষাৎ অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন ৩১ ডিসেম্বর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ প্রথমবারের মতো যে পরিবর্তন এলো বিসিএসে, আবেদন শুরু কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস

চন্দ্রদ্বীপ-কাছিপাড়ার গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৫৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার জোয়র-ভাটার চন্দ্রদ্বীপ ও কাছিপাড়া ইউনিয়নে ১৫২ গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর। আশ্রয়ণ-২ এর প্রকল্প পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ১০২ ও কাছিপাড়া ইউনিয়নে ৫০ গৃহহীন পরিবারের নামে ১ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে গৃহহীন পরিবারের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হবে।

সরেজমিনে ঘুরে জানা যায়, বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর চরবেষ্টিত নবগঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন। এখানে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষের বসবাস। শীত মৌসুমে ইউনিয়নটি প্রানবন্ত থাকলেও প্রতি বর্ষা মৌসুমে চরবাসিরা ঝড় ও জলোচ্ছাসের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। ৯০ দশকে এলজিইডির অর্থায়নে ওই ইউনিয়নের  দিয়ারাকচুয়া, রায়সাহেব ও মিয়াজান এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হলেও ২০০৭ সালের সিডরসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগে তা লন্ডভন্ড হয়ে যায়। ওই সমস্ত চর এখন জোয়ার-ভাটায় দৃশ্যমান গ্রাম। পানিবাহিত রোগ চরবাসীর নিত্যসঙ্গী। প্রতিবছর প্রাকৃতিক দূর্যোগে মৎস্য ও প্রাণি সম্পদ এবং ফসল হারিয়ে চরবাসী নি:স্ব হয়ে পড়ে। এখানকার বিপর্যস্ত চরবাসীরা প্রতিবছর ১২ থেকে ১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির দারিদ্রতার কাষাঘাতে জর্জরিত। অনেকেই জোয়ার-ভাটার ইউনিয়ন বলে চন্দ্রদ্বীপকে। এছাড়াও উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন পরিবারও আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পাচ্ছেন।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা বলেন, “বাউফল উপজেলায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের শতকরা ৯০ ভাগ বসবাসকারি মানুষ ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে। এজন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রাধানমন্ত্রীকে অভিনন্দন জানাই”।

বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, “কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভেড়িবাঁধহীন গ্রাম চর রায়সাহেব, মিয়াজান, নিমদি, ব্যারেট, কচুয়া, কিচমতপাঁচখেজুড়িয়া, ধানদী আলগী, আয়নাবাজ কালাইয়া, দিয়ারা কচুয়ারমতো নিচু এলাকায় বসবাস করা জোয়ার-ভাটায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রধানমন্ত্রীর ঘোষিত এসব ঘর পাচ্ছেন।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, “উন্নয়নের গণতন্ত্র প্রতিষ্ঠায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় উপজেলায় ১৫২ গৃহহীনরা পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘর এবং পরিবারসমূহকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান ও ঋণ দিয়ে স্বাবলম্বী করছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com