বাংলা৭১নিউজ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভোটগ্রহণের দেড় ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ফরহাদ হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য।
তাকে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সহিংস ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী।
তিনি জানান, পূর্ব চন্দনাইশের চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিতে দু’পক্ষের গোলাগুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। তবে কোন দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছেন তা তিনি নিশ্চিত হওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এমআড