বাংলা৭১নিউজ, ঢাকা: প্রথম তিন ধাপের ধারাবাহিকতায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিপুল জয়ের পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম তিন দফা নির্বাচনে বিশাল জয় পেয়েছিল ক্ষমতাসীন দলটি।
তবে প্রথম তিন দফার মতই চতুর্থ ধাপেও ব্যাপক সহিংসতা, ভোট বর্জন এবং কারচুপির অভিযোগ উঠেছে।
এসব অভিযোগে অন্তত ২০ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছে, যাদের বড় অংশই বিএনপি সমর্থিত প্রার্থী। নির্বাচন স্থগিত করা হয়েছে অর্ধশত কেন্দ্রের।
নির্বাচনী সহিংসতায় অন্তত ছয়জন নিহত এবং গুলিবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়েছে।
আজ শনিবার চতুর্থ দফায় অনুষ্ঠিত ৭০৩টি ইউপি নির্বাচনের মধ্যে এখন পর্যন্ত ৫৩০টির বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৩২৯টি, বিএনপি ৫০টি ও অন্যরা ১৫১টিতে জয়ী হয়েছে।
তৃতীয় ধাপের নির্বাচনে ৩৫ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ দফায় ১০৯টি ইউপিতে বিএনপির প্রার্থী ছিল না।
দেশে প্রথমবারের মত দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সহিংসতায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন।
এর আগে গত ২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপের ৭১২ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৫৪০টিতে জয়ী হয়। এরপর দ্বিতীয় ধাপে গত ৩১ মার্চ অনুষ্ঠিত ৫৮৪টি ইউপির মধ্যে আওয়ামী লীগ জিতেছে ৪০৫টিতে। বিএনপি প্রথম ধাপে ৪৭টিতে জয় পায়। দ্বিতীয় ধাপে জিতেছে ৫৮টিতে। প্রথম দুই ধাপে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন দুই শতাধিক ইউপিতে।
তৃতীয় ধাপে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ৬১৪টি ইউপি নির্বাচনের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ অন্তত ৩৮৪টি, বিএনপি ৬০টি ও অন্যরা ১৪৭টিতে জয়ী হয়েছে।
পঞ্চম পর্বে ২৮ মে ৭১৪ ইউপিতে এবং ষষ্ঠ ও শেষ পর্বে ৪ জুন ভোট হবে বাকি ইউপিগুলোয়।
বাংলা৭১নিউজ/এলআর