চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তরীকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ও নজিবর বশর মাইজভাণ্ডারীর ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নজিবুল বশর মাইজভাণ্ডারী সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলা৭১নিউজ/এসএইচ