বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বুধবার খুলছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ছাত্র সংঘর্ষের প্রায় দুই সপ্তাহ পর আগামী বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় খুলছে। এর আগে কাল সোমবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম ওই সভার সিদ্ধান্ত সম্পর্কে প্রথম আলোকে অবহিত করেন।

মীর্জা ফারুক ইমাম প্রথম আলোকে বলেন, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা কাল (সোমবার) সকাল থেকেই হলে উঠতে পারবেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের আটজন ছাত্রকে সাময়িকভাবে আবাসিক হলে উঠতে না দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

গত ১২ এপ্রিল আন্তঃঅনুষদীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ঘটনার দিন বিকেলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদের ওই দিন বিকেলের মধ্যে এবং ছাত্রীদের পরদিন সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার দায়ে আটজন ছাত্রকে সাময়িকভাবে আবাসিক হলে অবস্থান এবং প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ওই আট ছাত্র হলেন—ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শ্রেণির কল্যাণ আশিষ ভাদুরি, জগন্নাথ চন্দ্র দে ও ভুবন চন্দ্র হালদার, স্নাতক শ্রেণির আশিক হাজরা ও এস এম আবদুস সালাম। বাকিরা হলেন—ফিশারিজ অনুষদের স্নাতক শ্রেণির ছাত্র শফিকুল ইসলাম, সাজিদ মেহরাব সৌহার্দ্য ও ফরহাদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম প্রথম আলোকে বলেন, প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত ও তদন্ত কমিটির সুপারিশে আট ছাত্রকে সাময়িকভাবে হলে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com