বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা কাকরাইল চার্চে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সভা কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বুধবার খুলছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

ছাত্র সংঘর্ষের প্রায় দুই সপ্তাহ পর আগামী বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় খুলছে। এর আগে কাল সোমবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম ওই সভার সিদ্ধান্ত সম্পর্কে প্রথম আলোকে অবহিত করেন।

মীর্জা ফারুক ইমাম প্রথম আলোকে বলেন, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা কাল (সোমবার) সকাল থেকেই হলে উঠতে পারবেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের আটজন ছাত্রকে সাময়িকভাবে আবাসিক হলে উঠতে না দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

গত ১২ এপ্রিল আন্তঃঅনুষদীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ঘটনার দিন বিকেলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদের ওই দিন বিকেলের মধ্যে এবং ছাত্রীদের পরদিন সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার দায়ে আটজন ছাত্রকে সাময়িকভাবে আবাসিক হলে অবস্থান এবং প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ওই আট ছাত্র হলেন—ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শ্রেণির কল্যাণ আশিষ ভাদুরি, জগন্নাথ চন্দ্র দে ও ভুবন চন্দ্র হালদার, স্নাতক শ্রেণির আশিক হাজরা ও এস এম আবদুস সালাম। বাকিরা হলেন—ফিশারিজ অনুষদের স্নাতক শ্রেণির ছাত্র শফিকুল ইসলাম, সাজিদ মেহরাব সৌহার্দ্য ও ফরহাদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম প্রথম আলোকে বলেন, প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত ও তদন্ত কমিটির সুপারিশে আট ছাত্রকে সাময়িকভাবে হলে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com