চট্টগ্রাম সমুদ্রবন্দরে বহির্নোঙরে অবস্থানরত একটি জাহাজের দুই বিদেশি নাবিক মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওই দুই নাবিকের মৃত্যু হলেও বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়।
শারীরিক অসুস্থতায় তাদের আকস্মিক মৃত্যু হয় বলে বন্দর সূত্রে জানা গেছে। ময়নাতদন্ত শেষে বর্তমানে তাদের মরদেহ নিজ দেশ ইউক্রেনে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, গত মাসে মিশর থেকে সার নিয়ে এমভি এপি অ্যাস্তারিয়া নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। গত বৃহস্পতিবার জাহাজটি থেকে এক নাবিকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর হৃদরোগে ওই জাহাজের আরেক নাবিকেরও মৃত্যু হয়।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, হঠাৎ অসুস্থ হয়ে বহির্নোঙরে অবস্থানরত একটি জাহাজের দুই বিদেশি নাবিক মারা গেছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট তাদের মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন।
বাংলা৭১নিউজ/বিএফ