বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের এক নম্বর ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সময় গাড়িচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১২ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলী আজগর (৪০)। তার বাড়ি ভোলা জেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্দরের এক নম্বর ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করছিলেন আলী আজগর। এ সময় একটি গাড়ি অসাবধানতাবশত তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এলএম