চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- গণিত চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাফায়েত হোসেন রাজু, ইসলামের ইতিহাসের দ্বিতীয় বর্ষের জাহেদুল অভি, তৃতীয় বর্ষের ওয়াহিদুল রহমান সুজন, ইতিহাস প্রথম বর্ষের আলিফ জাবেদ ও এইচএসসি দ্বিতীয় বর্ষের হামিম রাফসান।
গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা একে অন্যের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এসময় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক নাজমা বেগমের কক্ষ ভাঙচুর করা হয়। এতে ছয়জন আহত হন।
তবে সংঘর্ষে লিপ্ত দুই পক্ষের অনুসারীদের মধ্যে বেশিরভাগই বহিরাগত বলে জানা গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর কাদের বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলা৭১নিউজ/এসএইচ