বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরনগরী চট্টগ্রাম ও ময়মনসিংহের সাথে রাজধানীর সড়ক পথে যোগাযোগ স্থাপনকারী দু’টি সম্প্রসারিত মহাসড়ক ঈদের আগেই উদ্বোধন করবেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী আগামীকাল শনিবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বোতাম টিপে দু’টি চারলেন মহাসড়কের উদ্বোধন করবেন। খবর : বাসস
২০০৬ সালে সরকার ২ হাজার ১৬৮ কোটি টাকা ব্যয়ে দাউদকান্দি টোল প্লাজা থেকে চট্টগ্রাম নগরী গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়ক সম্প্রসারণে ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়ক প্রকল্প অনুমোদন করে। পরবর্তীতে ১৯২.৪৮ কিলোমিটার সড়কটির সম্প্রসারণ কাজে প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৮১৬ কোটি ৯৪ লাখ টাকা হয়।
অপরদিকে ময়মনসিংহ থেকে জয়দেবপুর পর্যন্ত ৮৭ কিলোমিটার মহাসড়কের চারলেনে উন্নীতকরণের ফলে ময়মনসিংহ বিভাগ ও গাজীপুর জেলা থেকে কৃষি ও শিল্পজাত পণ্য রাজধানীতে দ্রুত সড়ক পথে পরিবহনে সহজ হবে।
বাংলা৭১নিউজ/আর