বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: দীর্ঘ ৪৭ বছর পর চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। শতকরা ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন। শহর আর গ্রাম নিয়ে গড়া এ আসনে এবার গ্রামে সবচেয়ে বেশি ৪৬ দশমিক ৯৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম হলে রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রাম-৮ আসনে ভোটার রয়েছেন চার লাখ ৭৪ হাজার ৪৮৫। এর মধ্যে ভোট দিয়েছেন এক লাখ আট হাজার ৫৮১ জন। সে হিসেবে উপ-নির্বাচনে শতকরা ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনভুক্ত ১০১ কেন্দ্রে ভোট পড়েছে ১০ দশমিক ৩৩ শতাংশ।
বোয়ালখালী উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৬২ হাজার ৮৯৩। যার মধ্যে ভোট দিয়েছেন ৫৯ হাজার ৫২২ জন। সে হিসেবে ১২ দশমিক ৫৪ শতাংশ মানুষ গতকাল উপ-নির্বাচনে ভোট দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন পেয়েছেন ৫১ হাজার ১৭ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ৪৬ দশমিক ৯৮ শতাংশ।
বিপরীতে বোয়ালখালীতে বিএনপি প্রার্থী ভোট পেয়েছেন মাত্র ছয় হাজার ৫০৪ ভোট। যা মোট প্রদত্ত ভোটের পাঁচ দশমিক ৯৯ শতাংশ। তবে মহানগরের কেন্দ্রগুলোতে তুলনামূলক ভালো করেছে বিএনপি। ১০১ কেন্দ্রে নৌকার প্রার্থীর ৩৬ হাজার ২২৯ ভোটের বিপরীতে ধানের শীষ পেয়েছে ১১ হাজার ৪৩১ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ১০ দশমিক ৮৯ শতাংশ।
এছাড়া গ্রাম শহর মিলিয়ে মোট ভোটার অনুপাতে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৮ দশমিক ৬৭ শতাংশ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন মাত্র ৩ দশমিক ৮ শতাংশ ভোট।
এ বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী মোছলেম বলেন, ‘আমি গ্রামের ছেলে, বোয়ালখালীর ছেলে। তাই আমার এলাকার মানুষ আমাকে বেশি ভোট দেবে এটাই স্বাভাবিক। তবে শহরেও ভালো সাড়া পেয়েছি।’
এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীকে পেয়েছেন এক হাজার ১৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীকে পান ৯৯২ ভোট, ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীকে পান ৬৫৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল প্রতীকে পান ৫৬৭ ভোট।
এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার নৌকার টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল। এর আগের সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি থেকে অনেকবার এমপি নির্বাচিত হলেও স্বাধীনতার পর ১৯৭৩ সালেআওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন প্রথমবারের মতো এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।
বাংলা৭১নিউজ/আরএস