বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামে ১৮ ভরি চোরাই স্বর্ণালঙ্কারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া নগরের কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি এস এম মেহেদী হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, গতকাল পৃথক অভিযানে চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয়ের অপরাধে আনোয়ার নাম একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কোতয়ালী থানার কোরবানীগঞ্জ এলাকায় দুলাল বনিক নামক একজনের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, আনোয়ার একজন পেশাদার চোর। দুলাল বনিক আনোয়ারসহ বিভিন্ন চোরদের কাছ থেকে কম মূল্যে স্বর্ণ ক্রয় করে চট্টগ্রাম শহরে বিভিন্ন মানুষের কাছে বেশি দামে বিক্রয় করেন। তার স্বর্ণের ব্যবসা করার কোনো বৈধ কাগজ নেই।
এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় বলে জানান এস এম মেহেদী হাসান। সংঘবদ্ধ অজ্ঞান পার্টির এই সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাচালকদের অজ্ঞান করে ডাকাতি ও ছিনতাই করে থাকে।
গ্রেফতাররা হলেন- আবু তাহের রকি (৩০), মো. সিরাজ (৫৫), মো. মোজাম্মল হক রাসেল (২৮), নজরুল ইসলাম (৩০), মো. আজিজুল হক (৪৫) ও মো. রাশেদ।
মেহেদী হাসান বলেন, গতকাল সন্ধ্যায় কোতোয়ালী থানার সার্সন রোড মাউন্ড হাসপাতালের সামনে রাস্তায় একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে জানা যায় ছিনতাইকারী দলের এক সদস্য যাত্রীবেশে চালককে চেতনানাশক খাইয়ে গাড়ি ছিনতাই করে। এ সময় ওই সিএনজি চালককে অজ্ঞান অবস্থায় কোতোয়ালী থানা এলাকার একটি হাসপাতালের সামনে ফেলে চলে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছোরা, ১টি হ্যান্ডব্যাগ ও ৩টি ট্রাভেল ব্যাগ, এপিক্লোন-২ নামক ওষুধ ৫৮ পিস, ৬টি গুলের কৌটা, ৫টি ঝান্ডু বামের কৌটা, ১০টি জুস ভর্তি বোতল ও ৮টি চিপসের প্যাকেট জব্দ করা হয়।
বাংলা৭১নিউজ/জেআই