সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বাড়ল রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ‘আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি’ কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু মিল্টনের আশ্রমের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলের অভিযান বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি হবে: প্রধান বিচারপতি অবৈধ টিভি চ্যানেলের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে একত্রে কাজ করবে বাংলাদেশ-ইতালি স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন আনসার সদস্য সুনামগঞ্জে অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৩ সিলেটে সাত সকালে কালবৈশাখীর তাণ্ডব সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে চলে গেলেন ‘টাইটানিক’খ্যাত অভিনেতা বার্নার্ড হিল

চট্টগ্রামে সড়ক দুর্ঘৃটনায় নিহত ৪

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে অটোরিকশা খাদে পড়ে দু‘জন এবং বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও ৩ জন।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরের হাট মুন্সীর মসজিদ এলাকায় এবং বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটায় সীতাকুন্ড উপজেলার টেরি আইল এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আজ শুক্রবার সকালে হাটহাজারী উপজেলার চারিয়া ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। গাড়িগুলো উপজেলার মীরের হাটের মুন্সীর মসজিদ এলাকায় পৌছালে এরমধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটো অটোরিকশাসহ খাদে পড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খাদ থেকে দুইজনের লাশ উদ্ধার করেন।
আরও দুইজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের একজনের নাম রোকেয়া বেগম (৪৫)। অন্যজন আনুমানিক ৩৫ বছর বয়সী একজন পুরুষ। তার নাম জানা যায়নি। আহতরা হচ্ছেন সবুর (২৭) ও আশরাফ সিদ্দিক (৩০)। দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানান ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

এদিকে বৃহ¯পতিবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার টেরি আইল এলাকায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

নিহত দুই বন্ধুর একজনের নাম অপু দাশ (২৫), অপরজনের নাম বিদ্যুত দাশ (২৭)। এই দুর্ঘটনায় বাপ্পী দাশ নামে তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়ে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনসপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সীতাকুন্ডে পৌছুলে তারা দুর্ঘটনায় পড়েন। রাত আড়াইটার দিকে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত হতে পারিনি।

স্থানীয়রা জানিয়েছেন ঢাকা ও চট্টগ্রামমুখী দুই বাসের মাঝখানে চাপা পড়েন তারা। এতে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহত বাপ্পী দাশকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নিহত দুজনেই নগরীর ঘাটফরহাদবেগ পূজা উদ্যাপন পরিষদে সক্রিয় সদস্য। এদের মধ্যে অপু দাশ ঘাটফরহাদবেগ এলাকার ফেন্সি টেইলাসের মালিকের ছেলে। বাকিজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই ওই এলাকায় থাকেন। অপু ও বাপ্পী একে অপরের চাচাতো ভাই।

এছাড়া হাটহাজারী উপজেলা থেকে সেনাবহিনীর গাড়ির ধাক্কায় আহত চারজনকে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু‘জনকে মৃত ঘোষনা করেন। বাকী দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com