রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে শাক সবজি উৎপাদনে আগ্রহ বাড়ছে কৃষকদের

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে শীতকালিন শাক সবজি উৎপাদন বেড়েছে। দিন দিন শীতকালিন সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এতে করে মাঠে মাঠে শোভা পাচ্ছে শীতকালিন সবজি মুলা, লাল শাক, জালং শাক, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, সীম, লাউ, বরবটি, ওল কপি, মিষ্টি কুমড়া, করলার। ভালো দাম পাওয়ায় দিন দিন কৃষকরাও আগ্রহ নিয়ে করছেন চাষাবাদ। যার কারণে প্রতি বছর বাড়ছে সবজি উৎপাদন। এ বছর ৬ লাখ ১০ হাজার ৮৪৫ মেট্রিক টন শীতকালিন শাক সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, গত বছর চট্টগ্রামে ২৯ হাজার ৬১৮ হেক্টর জমিতে শীতকালিন সবজি লাল শাক, মুলা, ফান্সবীনসহ অন্যান্য চাষাবাদ হয়েছে। এ বছর তা প্রায় তিন শতাংশ বেড়ে ৩২ হাজার ৭৫২ হেক্টর জমিতে শীতকালিন সবজি আবাদ হয়েছে। কৃষকরা ভালো লাভবান হওয়ার কারণে দিন দিন তারা কৃষিতে ঝুঁকছে। ফলে চট্টগ্রামে উৎপাদিত শীতকালিন সবজি দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে।

চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রাসরণ অফিস সূত্র জানায়, সবচেয়ে বেশি মুলা আবাদ করা হয়েছে ফটিকছড়ি উপজেলায়। এ উপজেলায় ৪২০ হেক্টর জমিতে মূলার আবাদ করা হয়েছে। এছাড়াও জেলার ১৭ উপজেলা মিলে মুলার আবাদ হয়েছে ২৪শ ৯ হেক্টর জমিতে। একইভাবে লাল শাক আবাদেও শীর্ষে রয়েছে ফটিকছড়ি উপজেলা।

এ উপজেলায় লাল শাক আবাদ হয়েছে ৪৮০ হেক্টর জমিতে এবং সব মিলিয়ে ১৮ থানায় ১৬শ ৬০ হেক্টর জমিতে লাল শাক আবাদ হয়েছে। জালং শাক আবাদ হয়েছে ৭১৬ হেক্টর জমিতে, বেগুন ৩১শ ১৫ হেক্টর, টমেটো ৩৪শ ৯ হেক্টর, ফুলকপি ১১শ ৮৫ হেক্টর, বাঁধাকপি ১১শ ৭৬ হেক্টর, গাজর ২৯৯ হেক্টর, শিম ৬ হাজার ৬৯৬ হেক্টর, লাউ ২৪শ ২৬ হেক্টর, বরবটি ১৪শ ১৩ হেক্টর, ওলকপি ৩০ হেক্টর, শালগম ১০৮ হেক্টর, মিষ্টি কুমড়া ১৮শ ২৯ হেক্টর, করল ৭৯৪ হেক্টর, বাটিশাক ৪শ ৪ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

এছাড়াও ফান্স বীন চাষ হয়েছে ২৪শ ৪৯ হেক্টর জমিতে। বিশেষ করে এ সবজি মীরসরাই, ফটিকছড়ি, সীতাকুণ্ড, রাউজান, বোয়ালখারী ও পটিয়া উপজেলায় বেশি চাষাবাদ হয়েছে। পাশাপাশি গত বছর ৪ হাজার ৪৬৩ হেক্টর জমিতে আলুর আবাদ হলেও এ বছর তা কমেছে। এ বছর আলুর আবাদ হয়েছে ৪১শ ৯০ হেক্টর জমিতে। তবে গত মিষ্টি আলু ১৮শ ৫৯ হেক্টর জমিতে চাষাবাদ হলেও এ বছর তা বেড়ে ২ হাজার ১৮ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। বেশির ভাগই সবজি এখনো জমিতে আছে। এ সব সবজি বাজারে আসলেই ধীরে ধীরে কমতে শুরু করবে শাক সবজির দাম আশা সংশ্লিষ্টদের।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com