চট্টগ্রাম মহানগরীতে একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর খুলশি এলাকার ‘ফিউশন ক্যাফে’ নামের একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মো: কাশেম (১৭), নূর হোসাইন (২০) ও মুবিনূল হক (২২)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে ফিউশন ক্যাফে নামে ওই হোটেলের ম্যানেজার মো: গুলজারের মোবাইল ফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তুষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে তিন কর্মচারী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
ওসি আরো বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে কাজ করছে।
বাংলা৭১নিউজ/এবি