চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় এক কলেজছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আরাফাত (২৯) নামে এক বাসের হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে থানার প্রবর্তক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ছাত্রী। গতকাল তাকে বাসে উত্যক্ত করে হেলপার আরাফাত। এরপর ভুক্তভোগী ছাত্রী গাড়িটি শনাক্ত করে রাখে। আজ (বৃহস্পতিবার) প্রবর্তক মোড় এলাকায় গাড়িটি পেয়ে ওই হেলপারকে আটক করে ভুক্তভোগীর সহপাঠীরা। একপর্যায়ে পুলিশ এসে হেলপারকে গ্রেফতার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘যৌন উৎপীড়নের প্রাথমিক সত্যতা পাওয়ায় বাস হেলপার আরাফাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।’
বাংলা৭১নিউজ/এসএইচ