চট্টগ্রামের পতেঙ্গায় বাটার ফ্লাই পার্কের কাছে মো. রফিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সন্ত্রাসীদের সংঘবদ্ধ একটি দল চাপাতি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে নিহতের ভাই নুরুল আবছারের সঙ্গে স্থানীয় গাভি ইলিয়াছের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইলিয়াসসহ তার লোকজনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ