চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোট শুরুর আগে মো. মনির তালুকদার নামে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) ভোরে তার মৃত্যু হয়। তিনি উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, ‘যতটুকু শুনেছি, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। আমরা তার বাড়িতেই আছি। তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়েনি। এখানে একই পদে আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাভাবিকভাবেই ভোট চলছে।’
তিনি আরও বলেন, ‘যদি মৃত ব্যক্তি নির্বাচিত হন, তবে সেক্ষেত্রে উপ-নির্বাচন হবে।’
জানা গেছে, রোববার ভোর ৮টা থেকে কর্ণফুলী উপজেলার চারটি, পটিয়ার ১৭টি এবং লোহাগাড়ার ছয়টিসহ মোট চট্টগ্রাম জেলার মোট ২৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে পটিয়ার তিন, লোহাগাড়ার দুই এবং কর্ণফুলী এক ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।
এবারের নির্বাচনে ২৭ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন চার লাখ ৯২ হাজার ৬১৭ জন। মোট ২৪৯টি ভোটকেন্দ্রে কক্ষ সংখ্যা রয়েছে এক হাজার ৪৬১টি।