মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ কেনিয়ায় ব্যাপক সরকারবিরোধী আন্দোলন, নিহত ৩৯ এবার এনবিআরের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদার করবে কানাডা : মন্ত্রী ভারতে ছিনতাই হওয়া আইফোন ঢাকা থেকে উদ্ধার পরবর্তী জনশুমারি ২০৩১ সালে : পরিকল্পনামন্ত্রী কাশিমপুর কারাগারে পাঠানো হলো গ্যাস বাবুকে পদ্মা সেতু পরিচালনায় হচ্ছে নতুন কোম্পানি বান্দরবানে পাহাড় ধসে রুমার সাথে সড়ক যোগাযোগ বন্ধ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর স‌ঙ্গে গ্রিসের অনাবা‌সিক রাষ্ট্রদূত সাদিক অ্যাগ্রোর সাভারের ফার্মে ১৩টি নিষিদ্ধ ব্রাহমা গরুর সন্ধান বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী তিস্তার কাউনিয়া পয়েন্টে আবারও বিপৎসীমার ওপরে পানি বাণিজ্য সম্পর্ক বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়া হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী তিস্তা চুক্তির বিষয়ে মমতাকে ‘হ্যাঁ’ বলাতে হবে : কাদের মাদক আইনের শাস্তি ও জরিমানা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে ৯ দেশে নতুন কূটনৈতিক মিশন হবে : পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স দেওয়া সহজ হলো বিকাশ-এ

চট্টগ্রামে ভারী বৃষ্টি, দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫ বার পড়া হয়েছে

শনিবার রাত থেকেই বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে রোববার (৩০ জুন) সকাল থেকে শুরু হয়েছে এইসএসসি পরীক্ষা। সকালে বৃষ্টির মধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নেন।

এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সড়কে বেড়েছে যানজট।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বলেন, বৃষ্টি হলেও নগর ও জেলার সবগুলো পরীক্ষা কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বোর্ডের ৩৮টি বিশেষ ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ পরীক্ষাকেন্দ্রে সন্তানকে কেন্দ্রে নিয়ে আসা আসাদুজ্জামান জানান, সকাল থেকেই বৃষ্টি।  এরই মধ্যে নানা দুর্ভোগ মাথায় নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। বৃষ্টি আর রাস্তায় যানজটের কারণে অনেক সকালেই বাসা থেকে কেন্দ্রের উদ্দেশ্যে বের হতে হয়েছে। তবে কেন্দ্রে অত্যন্ত শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার ২৩৮টি কলেজের এক লাখ ৬ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এইসএসসিতে অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরসহ জেলার মোট পরীক্ষার্থী সংখ্যা ৭৬ হাজার ১৭৯ জন, যার মধ্যে ৩৪ হাজার ৯৭৯ জন ছাত্র আর ৪১ হাজার ২০০ জন ছাত্রী।

চট্টগ্রাম নগর ও জেলা ছাড়াও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজার জেলায় ১৩ হাজার ৪৬৩ জন, রাঙামাটি জেলায় ৫ হাজার ৬৬৩ জন, খাগড়াছড়ি জেলায় ৬ হাজার ৭২৭ জন এবং বান্দরবান জেলায় ৪ হাজার ২ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com