বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আজাদ (৩০) নামে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও এর এক চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা যাত্রী মো. ইমরান (২৭) আহত হন।
সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ নগরের বাকলিয়া কালামিয়া বাজার এলাকার হাজী আবদুস সোবাহান রোড়ের বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে। আহত ইমরানও একই এলাকার আব্দুল করিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মহানগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেলের দুই আরোহীকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রী ইমরানকে ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এম.এস