বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাস চাপায় পারভেজ শাহ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ভাই রায়হান শাহ (২০)।
সোমবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে কর্ণফুলী রফতানি প্রক্রিয়াজতকরণ অঞ্চল (কেইপিজেড) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত দুজনই উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা আনোয়ার সওদাগরের সন্তান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে কেইপিজেড সড়কে বাসচাপায় পারভেজ শাহ (২৪) ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই রায়হান। তাকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এমএস