বাংলা৭১নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে বাসচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ সোহেল (৩৭) ও তার স্ত্রী বিলকিস (৩৫) এবং তাদের দুই শিশু সন্তান শারমিন (৫) ও সাব্বির (৩)। নিহত অপরজন তাদের বহনকারী অটোরিকশাচালক সুরুজ মিয়া (৫৫)।
কর্ণফুলি থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে চট্টগ্রাম মহানগরীর একটি ক্লাবে বিয়ের দাওয়াত খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে কর্ণফুলী এলাকার বাসায় ফিরছিলেন সোহেল। রাত সাড়ে ১২টার দিকে তাদের বহনকারী অটোরিকশাটি কর্ণফুলী সেতুর টোল প্লাজার সামনে টোল পরিশোধের জন্য দাঁড়ালে পিছন থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল, তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিহত হন। আহত অটোচালককে হাসপাতলে নেওয়ার পথে মারা যান।
বাংলা৭১নিউজ/সিএইস