বাংলা৭১নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবল বর্ষণে পাহাড় ধসে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে ওই পাহাড় ধসের ঘটনা ঘটে।
সীতাকুণ্ডে ইউএনও নাজমুল ইসলাম ভূইয়া জানান, প্রবল বৃষ্টিতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই পাহাড় ধসের ৩ শিশুসহ পাঁচজনের মৃত্যু ঘটে।
ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। সেখানে তিন নম্বর সমাজের একটি পরিবারের সদস্যরা পাহাড় ধসে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস