চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার বেলা ১১টার দিকে পাহাড়তলী কলেজ কেন্দ্রের এ ঘটনায়র দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। তিনি বলেন, নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে।
বাংলা৭১নিউজ/এসএইচ