সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত ১২

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়েছেন ১২ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরনগরীতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে তিনজন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৫ জনে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মৃত দুজনের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অন্যজন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে সিভিল সার্জন অফিস থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই নারী।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ৪০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মহানগরীতে। মহানগরীতে ২২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৩৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে তিনজন মারা গেছেন।

চট্টগ্রামে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এরমধ্যে মহানগরীতে আক্রান্তের সংখ্যা ২০০ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জাগো নিউজকে জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। গত জুলাই মাসে আক্রান্ত হয়েছিলেন ৫০ জন, আগস্টে তা বেড়ে হয় ৭৬ জন। সেপ্টেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত ২৫৬ জনের মধ্যে নগরীর ২০০ ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ৫০ জন। বাইরের জেলায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন ৬ জন।

তিনি বলেন, আমরা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে মশা নিধনের বিষয়ে তাগিদ দিয়েছি। ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা-উপজেলার হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com