চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মো. আজিজ (৪৮) ও আমির হোসেন (১৭) নামে লেগুনার দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে পাঁচলাইশ থানার দুই নম্বর গেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মো. আজিজ সীতাকুণ্ড থানার ফকিরহাট পূর্ব মুরাদপুর এলাকার শফিউল ইসলামের ছেলে। আর আমির হোসেন হালিশহর এলাকার এসওএস শিশু পল্লীতে থাকেন বলে জানা গেছে।
আহত আমির হোসেনের ভাই মো. ইব্রাহিম বলেন, আমার ভাইসহ একটি লেগুনা করে ২নম্বর গেট আসছিলাম। আমি গাড়ির পেছনের অংশে ছিলাম। একটি ট্রেন আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে আমার ভাই পায়ে আঘাত পায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুই নম্বর গেট রেলক্রসিংয়ে শাটল ট্রেনের ধাক্কায় লেগুনা গাড়িতে থাকা দুই যাত্রী আহত হয়। তাদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা তাদের হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি দেন।
বাংলা৭১নিউজ/এসএইচ