বাংলা৭১নিউজ,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম ভিক্টোরি নামে একটি জুট মিলে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার বিকাল ৫টায় নগরীর একে খান মোড় এলাকায় জুট মিলটিতে এ অগ্নিকাণ্ডের ঘট্না ঘটে।
নগরীর আগরাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, তাদের ৫টি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
সূত্র জানায়, মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে মিলটির কয়েকটি গুদামে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল রাখা আছে।
স্থানীয়রা জানান, ভিক্টোরি জুট মিল বেশ কয়েক বছর আগে ভাড়ায় দিয়ে দেয়া হয়। সেখানে আগের কারখানার বেশিরভাগ অংশ এখন গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএম