বাংলা৭১নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিজ বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে হাটহাজারী থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। রোববার রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে বাসার দরজা ভেঙে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এম