চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি চা বাগানের ডোবা থেকে ওই বাগানেরই এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি নিখোঁজ ছিলেন কোরবানির ঈদের রাত থেকে।
উদ্ধার হওয়া লাশটি চা শ্রমিক মুজিব সাঁওতালের (৪০); তিনি কাজ করতেন রাঙ্গুনিয়া রাজানগর ইউনিয়নের ঠাণ্ডাছড়ি চা বাগানে।
শনিবার তার লাশ উদ্ধার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান।
তিনি বলেন, “ঠাণ্ডাছড়ি চা বাগানের ডোবায় লাশটি ভেসে উঠে। এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। ডোবাটি গভীর হওয়ায় মুজিব সাঁওতাল পানিতে নেমে আর উঠতে পারেনি বলে ধারণা করছি।“
ওসি বলেন, মুজিব নিখোঁজের পর পরিবার থানায় কিছু জানায়নি। লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা বলছেন, গত ২৯ জুন সন্ধ্যায় মুজিব ঘর থেকে বের হয়ে আর ফেরেননি।
বাংলা৭১নিউজ/আরএম