চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুল আলম চৌধুরী (৭০) মারা গেছেন। শনিবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহফুজুল আলমের গ্রামের বাড়ি পটিয়ায়। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন।
তিনি বলেন, কয়েকদিন আগে অ্যাডভোকেট মাহফুজের করোনা শনাক্ত হলে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে। করোনা শনাক্তের আগেও তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
জিয়াউদ্দিন আরও বলেন, প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বাংলা৭১নিউজ/এমকে