চট্টগ্রামের বোয়ালখালীতে ১৩ দফা দাবিতে এন মোহাম্মদ প্লাস্টিক ফ্যাক্টরিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় অবস্থিত ফ্যাক্টরিতে এই কর্মবিরতি ও বিক্ষোভ করেন তারা।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- সব ওয়ার্কারের জন্য ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ, যথাসময়ে বেতন পরিশোধ, যদি ১২ ঘণ্টা ডিউটি করাতে চায় বাকি ৪ ঘণ্টা ওভারটাইম দেওয়া, জরিমানার সিস্টেমটা বন্ধ করা এবং চাকরি থেকে বের করে দিলে সরকারি নিয়মে ৩ মাস ১৩ দিনের বেতন দেওয়া এবং চাকরির বয়স যদি ২ বছরের বেশি হয় সেই ক্ষেত্রে প্রতি বছরে ১ মাসের করে স্যালারি দেওয়া, দিনের বেলায় এবং রাতের বেলায় ১ ঘণ্টা করে রেস্টের জন্য সময় দেওয়াসহ মোট ১৩ দফা দাবি জানিয়েছে শ্রমিকেরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কোনো শ্রমিকের ওপর হয়রানি, অত্যাচার ও নিপীড়ন করা যাবে না। শ্রমিকদের প্রতিনিধিদের ন্যায্য দাবি গুরুত্ব সহকারে মেনে নিতে হবে। দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি করতে হবে।
এন মোহাম্মদ প্লাস্টিক ফ্যাক্টরির সিও মোস্তাক জানান, আন্দোলনকারী শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। প্রত্যেক সেক্টর থেকে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তা নিরসন করা হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। দাবিদাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে সমস্যার কারণে আন্দোলন করেছে শ্রমিকেরা। সেখানে যানচলাচল স্বাভাবিক আছে।’
বাংলা৭১নিউজ/এসএইচ