বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ চট্টগ্রামে আরও ১৮ জনের করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষা শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ সংখ্যাক করোনা রোগী। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগী ১৫৩ জন। এরমধ্যে ৪৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, বৃহস্পতিবার বিআইটিআইডিতে ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় ১৯ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে ১৮ জন এবং নোয়াখালীতে একজন।
জানা যায়, চট্টগ্রামে ১৮ জনের মধ্যে ১৪ জন মহানগরীর এবং বাকি চারজন জেলায়। এ ১৮ জনের মধ্যে একজন মৃত ব্যক্তির নমুনায় পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে মারা গেছেন ১৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, নগরীর আকবর শাহ এলাকায় একজন, হালিশহরে দুইজন, সাগরিকা এলাকায় একজন (মৃত), দক্ষিণ নালাপাড়ার একজন, এনায়েত বাজার এলাকার দুইজন, ঈদগাঁ এলাকার দুইজন, রাহাত্তারপুলের একজন, পাঁচলাইশের একজন, শুলকবহরের একজন, কোতোয়ালীর একজন, কর্নেলহাট এলাকার একজন, লোহাগাড়া উপজেলায় দুজন, সাতকানিয়াতে একজন রয়েছেন।
বাংলা৭১নিউজ/এফএস