বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুরাতন ফিশারিঘাটে অভিযান চালিয়ে ১৩ হাজার ৪২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার হতে চট্টগ্রামে আসে ইয়াবাবাহী ট্রাকটি।
গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. রফিক (২০) কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার ও র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিলেন রফিক। গতকাল জব্দ ট্রাকটিতে (চট্ট-মেট্রো-ট- ১১-১৩৩৯) অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ,/জেডএ